যদি ভালবাসার স্বাদ না পেতাম
জীবন চলত বাস্তব মেনে,
হিসেব কষে।
হয়ত সেই বাধাধরা গতানুগতিক
জীবনকেই
আঁকড়ে
ধরতাম অমুল্য হীরের মতন।
সারা পৃথিবীর সামনে বুক ফুলিয়ে
বলতাম-
"আমার
জীবনের সব অংক মিলে
গেছে, আমি পাশ করে
গেছি।"
কিন্তু
সত্যিকারের হীরে তো অন্ধকারেও
ঝিকমিক করে,
সে যে প্রতিমুহূর্তে তার
অস্তিত্বের জানান দেয়- সে
আছে, আছে...
তাকে অবহেলা করি কি
করে?
অন্যদিকে
বাস্তববাদিরা সতর্ক করে দেয়
আসন্ন বিপদ থেকে
ওরা বলে, বুদ্ধি-বিবেচনা
করে সিদ্ধান্ত নিতে হয়- আবেগ
দিয়ে নয়।
হয়ত তারা ঠিক কথাই
বলছে; কিন্তু হৃদয়ের ভিতর
যে অনুভব -
তাকে মুছে ফেলি কি
করে? আমার যে দৃঢ়
বিশ্বাস সে আছে।
যদি ভালবাসার গভীরতা সম্পর্কে ধারণা
না থাকত
তাহলে
আজ বোধহয় নিরাপদ জীবনটাকেই
বেছে নিতাম
যেমন করে সবাই কোটি
কোটি পিপড়ের মতন একই
দিকে অনবরত চলেছে
চলেছে অংক মেলাতে,
গত-এ ফেলা জীবনের হিসেব চোকাতে
পাগলামির স্বাদ
তারা আর পেল কই?
অল্প কটাদিন তো আছি-
তাই আমার অস্তিত্ব বিলিন
হয়ে যাবার আগে
-
একবার
কি চেষ্টা করে দেখব
না? কতই তো চমৎকার হয়
এ জগতে!!
No comments:
Post a Comment